পাতা:গীতবিতান.djvu/৩৯২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৭৬
প্রেম

গভীর রাতে কী সুর লাগায়  আধো-ঘুমে আধো-জাগায়,
আমার  স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥

১৪

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে
ঘর-ছাড়া কোন্ পথের পানে॥
নিত্যকালের গােপন কথা  বিশ্বপ্রাণের ব্যাকুলতা
আমার বাঁশি দেয় এনে দেয় আমার কানে॥
মনে যে হয় আমার হৃদয় কুসুম হয়ে ফোটে,
আমার হিয়া উচ্ছলিয়া সাগরে ঢেউ ওঠে।
পরান আমার বাঁধন হারায়  নিশীথরাতের তারায় তারায়,
আকাশ আমায় কয় কী-যে কয় কেই বা জানে॥

১৫

দিয়ে গেনু বসন্তের এই গানখানি—
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
তবু তাে ফাল্গুনরাতে  এ গানের বেদনাতে
আঁখি তব ছলােছলো, এই বহু মানি॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হলে খেলা।
আসিবে ফাল্গুন পুন,  তখন আবার শুনাে
নব পথিকেরই গানে নূতনের বাণী॥

১৬

গান আমার  যায় ভেসে যায়—
চাস্ নে ফিরে,  দে তারে বিদায়॥
সে যে  দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা,
সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥