পাতা:গীতবিতান.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
২৮১

যখন  তাণ্ডবে মোর ডাক পড়ে
পাছে  তার তালে মোর তাল না মেলে  সেই ঝড়ে।
যখন  মরণ এসে ডাকবে শেষে বরণ-গানে,  পাছে প্রাণে
মোর বাণী সব লয় হয়—
পাছে  বিনা গানেই বিদায়বেলা লয় হয়।


২৮

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে।
একেলা রই অলসমন,  নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন্ সে ক্ষণ  অপরাজিত ওহে।
কানন-’পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
আঁখি তোমার তড়িতবৎ  ঘনঘুমের মোহে।


২৯

বাজিল কাহার বীণা  মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-’পরে।
প্রভাতকমলসম  ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম  চরণ-তরে।
জেগে উঠে সব শোভা,  সব মাধুরী,
পলকে পলকে হিয়া  পুলকে পূরি।
কোথা হতে সমীরণ  আনে নব জাগরণ,
পরানের আবরণ  মোচন করে।
লাগে বুকে সুখে দুখে  কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।