পাতা:গীতবিতান.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮৬
প্রেম

৩৮

সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে।
এ কথা কভু আর পারে না ঘুচিতে,
আছে সে নিখিলের মাধুরীরুচিতে।
এ কথা শিখানু যে আমার বীণারে,
গানেতে চিনালেম সে চির-চিনারে।
সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
স্বপনফসলের বিছনে বিছনে।
মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,
কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে,
ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।
শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
স্মরণবেদনার বরনে আঁকা সে।
চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
ইমনে কেদারায় বেহাগে বাহারে।


৩৯

হে নিরুপমা,
গানে যদি লাগে বিহ্বল তান  করিয়ো ক্ষমা।
ঝরোঝরো ধারা আজি উতরোল,  নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে  নবীন পাতা।
সজল পবন দিশে দিশে তোলে  বাদলগাথা।

হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে  করিয়ো ক্ষমা।
এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত  কানন-’পরে।
নবকদম্ব মদির গন্ধে  আকুল করে