পাতা:গীতবিতান.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
২৮৯

রজনীগন্ধ অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে  সৌরভে,
তুমি  জান নাই, তুমি জান নাই,
তুমি  জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান।
বিদায় নেবার সময় এবার হল—
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো—
মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ  চরণে।
যারে জান নাই, যারে জান নাই,  যারে  জান নাই,
তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান।


৪৪

জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে।
এসেছ তুমি তো বিনা আভরণে,  মুখর নূপুর বাজে না চরণে,
তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে।
ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়,
শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে।
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বীণার তারে,
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে।
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে,  আমার মনের সুর ওই বাজে,
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে।


৪৫

হে সখা, বারতা পেয়েছি মনে মনে  তব নিশ্বাসপরশনে,
এসেছ অদেখা বন্ধু  দক্ষিণসমীরণে।
কেন বঞ্চনা কর মোরে,  কেন বাঁধ অদৃশ্য ডোরে—
দেখা দাও, দেখা দাও দেহ মন ভ’রে  মম নিকুঞ্জবনে।
দেখা দাও চম্পকে রঙ্গনে, দেখা দাও কিংশুকে কাঞ্চনে।