পাতা:গীতবিতান.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম ছত্রের সূচী
[৩৫
এ কী গভীর বাণী এল ঘন মেঘের। নবগীতিকা ২ ৪৫৬
এ কী মায়া লুকাও কায়া। গীতমালিকা ১ ৪৯৮
*এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ। স্বরবিতান ৪৫ ২১২
এ কী সুগন্ধহিল্লোল বহিল। ব্রহ্মসঙ্গীত ৩। স্বরবিতান ২৩ ২১৩
এ কী সুধারস আনে। নবগীতিকা ১ ৩১৭
*এ কী হরষ হেরি কাননে। স্বরবিতান ৩৫ ৮৭৭
এ কেমন হল মন আমার। বাল্মীকিপ্রতিভা ৬৪১
এ জন্মের লাগি। শ্যামা ৭৪৭।৯৪২
এ তো খেলা নয়, খেলা নয়। গীতিমালা। মায়ার খেলা ৩৯৬।৬৭০।৯২৬
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার। স্বরবিতান ৪৪ ১৩০
এ নতুন জন্ম, নতুন জন্ম। চণ্ডালিকা ৭১৮
এ পথ গেছে কোনখানে গো। স্বরবিতান ৫২ ১৬০
এ পথে আমি যে গেছি বার বার। স্বরবিতান ১ ৩৮১
* এ পরবাসে রবে কে হায়। স্বরবিতান ৮ ১৭৫
এ পারে মুখর হল কেকা ওই। গীতমালিকা ১ (১৩৪৫ হইতে) ৩৭১
এ বেলা ডাক পড়েছে কোন্‌খানে। বসন্ত ৫১৭
এ ভাঙা সুখের মাঝে। মায়ার খেলা ৬৮১
*এ ভারতে রাখো নিত্য। ব্রহ্মসঙ্গীত ১। ভারততীর্থ। স্বর ৪ ও ৪৭ ২৬১
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান। কাফি-আড়াঠেকা ৮৮০
এ মণিহার আমায় নাহি সাজে। গীতলেখা ৩। স্বরবিতান ৪১ ১৯৩
*এ মোহ-আবরণ খুলে দাও। স্বরবিতান ৮ ১৭২
এ যে মোর আবরণ ৭৪
এ শুধু অলস মায়া। কাব্যগীতি। শাপমোচন ৫৫৫
#এ হরিসুন্দর। ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ৩ (১৩৬২) ৮২৭
এই আবরণ ক্ষয় হবে গো (এ আবরণ ক্ষয় হবে গো। স্বরবিতান ৪৪) ৮৫
এই আসা-যাওয়ার খেয়ার কুলে। গীতলেখা ১। স্বরবিতান ৩৯ ২২১
এই উদাসী হাওয়ার পথে পথে। স্বরবিতান ৫৯ ৩৬০
এই একলা মোদের হাজার মানুষ। স্বরবিতান ৫২ ৮০০
এই কথাটা ধরে রাখিস। স্বরবিতান ৪৪। গীতিচর্চা ২ ৮৬
এই কথাটাই ছিলেম ভুলে। ফানী ৫৩৭