পাতা:গীতবিতান.djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩০১

৭২

রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
ঘরের কোণে আসন মেলে।
বুঝি সময় হল এবার  আমার প্রদীপ নিবিয়ে দেবার—
পূর্ণিমাচাঁদ, তুমি এলে।
এত দিন সে ছিল তোমার পথের পাশে
তোমার দরশনের আশে।
আজ তারে যেই পরশিবে  যাক সে নিবে, যাক সে নিবে—
যা আছে সব দিক সে ঢেলে।


৭৩

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে।
সে কি তোমার মনে আছে  তাই শুধাতে এলেম কাছে—
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে।
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে
স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে—
বৃষ্টিধারার ঝরোঝরে  ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে।


৭৪

জানি  তোমার অজানা নাহি গো  কী আছে আমার মনে।
আমি  গোপন করিতে চাহি গো,  ধরা পড়ে দুনয়নে।
কী বলিতে পাছে কী বলি
তাই  দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গো—
তুমি  দেখে যাও আঁখিকোণে  কী আছে আমার মনে।
চির  নিশীথতিমির গহনে  আছে মোর পূজাবেদী—
চকিত হাসির দহনে  সে তিমির দাও ভেদি।