পাতা:গীতবিতান.djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩০৯

নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
পারিজাতের কেশর নিয়ে  ধরায়, শশী, ছড়াও কী এ।
ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো।


৯৫

তুমি  একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায়  শুধু ক্ষণেক-তরে।
আজি  হাতে আমার যা-কিছু কাজ আছে
আমি  সাঙ্গ করব পরে।
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি  কুলহারা সাগরে।
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল  আমার বাতায়নে।
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে,
ফেরে  কুঞ্জের প্রাঙ্গণে।
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন-সমর্পণের গান
গাব  নীরব অবসরে।


৬৯

ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
আমার  সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার।