এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩১২
প্রেম
ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে,
তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।
কাছে থেকে রইলে দূরে,
কায়া মিলায় গানের সুরে।
হারিয়ে-যাওয়া হৃদয় তব মূূর্তি ধরে নব নব—
পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা॥
১০৩
না, না গাে না,
কোরাে না ভাবনা—
যদি বা নিশি যায় যাব না যাব না।
যখনি চলে যাই আসিব ব’লে যাই,
আলােছায়ার পথে করি আনাগােনা।
দোলাতে দোলে মন মিলনে বিরহে।
বারে বারেই জানি তুমি তাে চির হে।
ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে
মরি ভয়ে ভয়ে পাব কি পাব না।
১০৪
চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঙ্কলিতা
ওগো ললিতা।
যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়
অনাদরে হবে ধূলিদলিতা
ওগাে ললিতা।
তােমার লাগিয়া আছি পথ চাহি— বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও—
কণ্ঠহারে করো সঙ্কলিতা
ওগাে ললিতা।