পাতা:গীতবিতান.djvu/৪৪০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩২৪
প্রেম

টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,
বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,
বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥

১৩৬

দুঃখ দিয়ে মেটাব দুঃখ তােমার,
স্নান করাব অতল জলে বিপুল বেদনার॥
মাের সংসার দিব যে জ্বালি, শােধন হবে এ মােহের কালি,
মরণব্যথা দিব তােমার চরণে উপহার॥

১৩৭

একদিন চিনে নেবে তারে,
তারে  চিনে নেবে
অনাদরে যে রয়েছে কুষ্ঠিতা॥
সরে যাবে নবারুণ-আলােকে  এই কালাে অবগুণ্ঠন—
ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর  মলিন আবরণ
তারে  চিনে নেবে॥
আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা,
তার  দুখরজনীর অশ্রুমালা।
কখন দুয়ারে অতিথি আসিবে,
লবে তুলি মালাখানি ললাটে।
আজি  জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা
পূর্ণপ্রকাশের লগন-লাগি—
চিনে নেবে॥

১৩৮

মম  যৌবননিকুঞ্জে গাহে পাখি—
সখি,  জাগ’ জাগ’