পাতা:গীতবিতান.djvu/৪৪৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রেম
৩৩১

পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন— আঁধারা ধরণী॥
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা—
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে  জীবনতরণী॥

১৫৩

আকুল কেশে আসে,  চায় ম্লাননয়নে,  কে গাে চিরবিরহিণী—
নিশিভোরে  আঁখি জড়িত ঘুমঘােরে,
বিজন ভবনে  কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে,  মম প্রভাতস্বপনে॥
শিহরি চমকি জাগি  তার লাগি।
চকিতে মিলায়  ছায়াপ্রায়,  শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে॥

১৫৪

কে দিল আবার আঘাত আমার দুয়ারে।
এ নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥
বহুকাল হল বসন্তদিন  এসেছিল এক অতিথি নবীন,
আকুল জীবন করিল মগন  অকুল পুলকপাথারে॥
আজি এ বরষা নিবিড়তিমির,  ঝরোঝরো জল, জীর্ণ কুটীর—
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে  জেগে বসে আছি একা রে।
অতিথি অজানা, তব গীতসুর  লাগিতেছে কানে ভীষণমধুর—
ভাবিতেছি মনে যাব তব সনে  অচেনা অসীম আঁধারে॥

১৫৫

না না)  নাই বা এলে যদি সময় নাই,
ক্ষণেক এসে বোলো না গো ‘যাই যাই যাই’॥