পাতা:গীতবিতান.djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩৩৫

ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলনলে বিরহ আনো।
চলেছ পথিক আলোকযানে  আঁধার-পানে
মনভুলানো মোহনতানে  গান গাহিয়া।

১৬৩

হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা।
এসেছিলে দ্বিধাভরে
কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।
জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা।
দেখা হল, হয় নি চেনা—
প্রশ্ন ছিল, শুধালে না–
আপন মনের আকাঙ্ক্ষারে আপনি কেন করলে হেলা।

১৬৪

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা—
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা।
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে—
জানি তুমি তারে-ভুলিবে না কোনোমতে
যার সাথে তব হল এক দিন মিলনমেলা।
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।
খনে খনে এই চিরবিরহের ভান,
খনে খনে এই ভয়রোমাঞ্চদান—
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা।