পাতা:গীতবিতান.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৩৮
প্রেম

১৭০

জানি, জানি হল যাবার আয়োজন—
তবু, পথিক থামো  থামও কিছুক্ষণ।
শ্রাবণগগন বারি-ঝরা,
কাননবীথি ছায়ায় ভরা,
শুনি জলের ঝরোঝরে  যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন।
যেয়ো— যখন বাদলশেষের পাখি
পথে পথে উঠবে ডাকি  ডাকি।
শিউলিবনের মধুর স্তবে
জাগবে শরৎলক্ষ্মী যবে,
শুভ্র আলোর শঙ্খরবে  পরবে ভালে মঙ্গলচন্দন।

১৭১

আমার  যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে।
বাদলপ্রাতের উদাস পাখি  ওঠে ডাকি
বনের গোপন শাখে শাখে,  পিছু ডাকে।
ভরা নদী ছায়ার তলে ছুটে চলে—
খোঁজে কাকে, পিছু ডাকে।
আমার প্রাণের ভিতর সে কে  থেকে থেকে
বিদায়প্রাতের উতলাকে  পিছু ডাকে।

১৭২

কে বলে ‘যাও যাও’—  আমার  যাওয়া তো নয় যাওয়া।
টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,
লাগবে আমায় ফিরে ফিরে  ফিরে-আসার হাওয়া।
ভাসাও আমায় ভাঁটার টানে  অকূল-পানে,
আবার জোয়ার-জলে তীরের তলে  ফিরে তরী বাওয়া।