পাতা:গীতবিতান.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩৪৩

ভানু ভণে, ‘অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
চঞ্চল চিত্ত তোহারি।
জীবনবল্লভ মরণ-অধিক সো,
অব তুঁহুঁ দেখ বিচারি।’

১৮২

উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।
দোলা লাগে দোলা লাগে
তোমার  চঞ্চল ওই নাচের লহরীতে।
যদি  কাটে রশি, যদি  হাল পড়ে খসি,
যদি  ঢেউ ওঠে উচ্ছ্বসি,
সম্মুখেতে মরণ যদি জাগে,
করি নে ভয়— নেবই তারে, নেবই তারে জিতে।

১৮৩

না না না)  ডাকব না, ডাকব না অমন  করে বাইরে থেকে।
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব,  আনব ডেকে।
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
নেবার মানুষ জানি নে তো কোথায় চলে—
এই  দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে।
মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে—
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে—
গেল যখন আশার বচন গেছে রেখে।

১৮৪

তোরা যে যা বলিস ভাই,  আমার  সোনার হরিণ চাই।
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই।