পাতা:গীতবিতান.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪৭
প্রেম

চাঁপা কোথা হতে এনেছে ধরিয়া  অরুণকিরণ কোমল করিয়া,
বকুল ঝরিয়া মরিবারে চায়  কাহার চুলে।
কেহ ভোলে কেউ ভোলে না যে, তাই  এসেছি ভুলে।
এমন করিয়া কেমনে কাটিবে  মাধবীরাতি।
দখিনবাতাসে কেহ নাহি পাশে  সাথের সাথি।
চারি দিক হতে বাঁশি শোনা যায়,  সুখে আছে যারা তারা গান গায়—
আকুল বাতাসে, মদির সুবাসে,  বিকচ ফুলে,
এখনো কি কেঁদে চাহিবে না কেউ  আসিলে ভুলে।

১৮৯

সেদিন দুজনে দুলেছিনু বনে,  ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে  যেন জাগে মনে, ভুলো না।
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর,  বহিব একাকী বিরহের ভার—
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাথী খুলো না, খুলো না।

১৯০

সেই ভালো সেই ভালো,  আমারে নাহয় না জানো।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে,  কাছে কেন লাজে লাজানো।
মোর বসন্তে লেগেছে তো সুর,  বেণুবনছায়া হয়েছে মধুর—
থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।
গোপনে দেখেছি তোমার ব্যাকুল  নয়নে ভাবের খেলা।
উতল আঁচল, এলোথেলো চুল,  দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা  মর্মে আমার আছে সে বারতা—
না বলা বাণীর নিয়ে আকুলতা  আমার বাঁশিটি বাজানো।