পাতা:গীতবিতান.djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩৬১

রইব একা ভাসান-খেলার নদীর তটে,
বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে—
অবসানের অস্ত-আলো  তোমার সাথি, সেই তো ভালো—
ছায়া সে থাক্‌ মিলনশেষের অন্তরালে।


২২৫

মম দুঃখের সাধন  যবে করিনু নিবেদন  তব চরণতলে
শুভলগন গেল চলে,
প্রেমের অভিষেক কেন হল না  তব নয়নজলে।
রসের ধারা নামিল না,  বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে—
মালা পরানো হল না তব গলে।
মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,
গেল সে ভেসে।
যদি  দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে
অমৃতফলে।


২২৬

বাণী মোর নাহি,
স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি।
আমি অমাবিভাবরী আলোহারা,
মেলিয়া অগণ্য তারা
নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি।
তুমি যবে বাজাও বাঁশি  সুর আসে ভাসি
নীরবতার গভীরে  বিহ্বল বায়ে
নিদ্রাসমুদ্র পারায়ে।
তোমার সুরের প্রতিধ্বনি  তোমারে দিই ফিরায়ে,
কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে
বিপুল অন্ধকার বাহি।