পাতা:গীতবিতান.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬২
প্রেম

২২৭

আজি দক্ষিণপবনে
দোলা লাগিল বনে বনে।
দিক্‌ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি  অন্তরে ওঠে রনরনি
বিরহবিহ্বল হৃৎস্পন্দনে।
মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে।


২২৮

যদি হায়  জীবন পুরণ নাই হল মম  তব অকৃপণ করে,
মন তবু জানে জানে—
চকিত ক্ষণিক আলোছায়া তব  আলিপন আঁকিয়া যায়
ভাবনার প্রাঙ্গণে।
বৈশাখের শীর্ণ নদী  ভরা স্রোতের দান না পায় যদি
তবু সঙ্কুচিত তীরে তীরে
ক্ষীণ ধারায়  পলাতক পরশখানি দিয়ে যায়,
পিয়াসি লয় তাহা ভাগ্য মানি।
মম ভীরু বাসনার অঞ্জলিতে
যতটুকু পাই বয় উচ্ছলিতে।
দিবসের দৈন্যের সঞ্চয় যত
যত্নে ধরে রাখি,
সে যে রজনীর স্বপ্নের আয়োজন।


২২৯

আমার আপন গান আমার অগোচরে  আমার মন হরণ করে,
নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে।