পাতা:গীতবিতান.djvu/৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৭০
প্রেম

২৪৭

আজি যে রজনী যায়  ফিরাইব তায় কেমনে।
নয়নে জল ঝরিছে বিফল নয়নে।
এ বেশভূষণ লহো সখী, লহো,  এ কুসুমমালা হয়েছে অসহ—
এমন যামিনী কাটিল বিরহশয়নে।
আমি বৃথা অভিসারে  এ যমুনাপারে এসেছি,
বহি বৃথা মন-আশা  এত ভালোবাসা বেসেছি।
শেষে নিশিশেষে বদন মলিন,  ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে।
ওগো ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি যেতে হল হায়  প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধর মতো  রজনীপ্রভাতে বসে রব কত—
এবারের মতো  বসন্ত গত জীবনে।


২৪৮

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়—
এমন মেঘস্বরে  বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়।

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি  গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার—
জগতে কেহ যেন নাহি আর।

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।