পাতা:গীতবিতান.djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩৮৯

চলে গেল বেলা,  রেখে মিছে খেলা
ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।
অকূল ছানিয়ে যা পাও তা নিয়ে
হেসে কেঁদে চলো ঘরে ফিরে।
নাহি জানি মনে কী বাসিয়া
পথে বসে আছে কে আসিয়া।
কী কুসুমবাসে  ফাগুনবাতাসে
হৃদয় দিতেছে উদাসিয়া।
চল্ ওরে এই  খ্যাপা বাতাসেই
সাথে নিয়ে সেই উদাসীরে


২৯৭

কী সুর বাজে আমার প্রাণে  আমিই জানি, মনই জানে।
কিসের লাগি সদাই জাগি,  কাহার কাছে কী ধন মাগি—
তাকাই কেন পথের পানে।
দ্বারের পাশে প্রভাত আসে,  সন্ধ্যা নামে বনের বাসে।
সকাল-সাঁঝে বাঁশি বাজে,  বিকল করে সকল কাজে—
বাজায় কে যে কিসের তানে।


২৯৮

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে
সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি।
শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,
বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি।
স্তব্ধ নীড়ে নীরব বিহগ,
নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।
ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,
চরাচরে স্বপনের মায়া।
নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী।