পাতা:গীতবিতান.djvu/৫১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০০
প্রেম

৩২৪

পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে।
রত্নমালা আনবি যবে  মাল্যবদল তখন হবে—
পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলায় পথের ধারে।
বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা,
হায় রে তখন শুকনো ফুলে ভরবি কি তোর বরণডালা।
অতিথিরে ডাকবি যবে  ডাকিস যেন সগৌরবে,
লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে।


৩২৫

লুকালে ব’লেই খুঁজে বাহির করা,
ধরা যদি দিতে তবে যেত না ধরা।
পাওয়া ধন আনমনে  হারাই যে অযতনে,
হারাধন পেলে সে যে হৃদয়-ভরা।
আপনি যে কাছে এল দূরে সে আছে,
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
দূরে বারি যায় চলে,  লুকায় মেঘের কোলে,
তাই সে ধরায় ফেরে পিপাসাহরা।


৩২৬

ঘরেতে  ভ্রমর এল  গুন্‌গুনিয়ে।
আমারে  কার কথা সে  যায় শুনিয়ে।
আলোতে  কোন্ গগনে  মাধবী  জাগল বনে,
এল সেই  ফুল-জাগানোর খবর নিয়ে।
সারা দিন  সেই কথা সে যায় শুনিয়ে।
কেমনে রহি  ঘরে, মন যে কেমন করে—
কেমনে কাটে  যে দিন  দিন গুনিয়ে।