পাতা:গীতবিতান.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৪০১

কী মায়া দেয় বুলায়ে,  দিল সব  কাজ ভুলায়ে,
বেলা যায়  গানের সুরে জাল বুনিয়ে।
আমারে  কার কথা সে যায় শুনিয়ে।


৩২৭

কোথা বাইরে দূরে  যায় রে উড়ে  হায় রে হায়,
তোমার  চপল আঁখি  বনের পাখি  বনে পালায়।
ওগো, হৃদয়ে যবে  মোহন ববে,  বাজবে বাঁশি
তখন  আপনি সেধে  ফিরবে কেঁদে,  পরবে ফাঁসি—
তখন ঘুচবে ত্বরা  ঘুরিয়া মরা  হেথা হোথায়।
আহা, আজি সে আঁখি  বনের পাখি  বনে পালায়।
চেয়ে দেখিস না রে  হৃদয়দ্বারে  কে আসে যায়,
তোরা  শুনিস কানে  বারতা আনে  দখিনবায়।
আজি  ফুলের বাসে  সুখের হাসে  আকুল গানে
চির-  বসন্ত যে  তোমারি খোঁজে  এসেছে প্রাণে—
তারে  বাহিরে খুঁজি  ফিরিছ বুঝি  পাগলপ্রায়।
তোমার  চপল আঁখি  বনের পাখি  বনে পালায়।


৩২৮

দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে।
হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি,
বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে।
শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে।
বাজুক প্রেমের মায়ামত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা।
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে,
যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে।