পাতা:গীতবিতান.djvu/৫২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০৬
প্রেম

কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি।
অচেনা নির্মম ভুবনে দেখি একি সহসা—
কোন্ অজানার সুন্দর মুখে সান্ত্বনাহাসি।


৩৪২

যদি আসে তবে কেন যেতে চায়।
দেখা দিয়ে তবে কেন গো লুকায়।
চেয়ে থাকে ফুল হৃদয় আকুল—
বায়ু বলে এসে ‘ভেসে যাই’।
ধরে রাখো, ধরে রাখো—
সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়।
পথিকের বেশে সুখনিশি এসে
বলে হেসে হেসে ‘মিশে যাই’।
জেগে থাকো, সখী, জেগে থাকো—
বরষের সাধ নিমেষে মিলায়।


৩৪৩

আমার মন বলে ‘চাই, চা ই, চাই গো— যারে নাহি পাই গো’।
সকল পাওয়ার মাঝে  আমার  মনে বেদন বাজে—
‘নাই, না ই নাই গো’।
হারিয়ে যেতে হবে,
আমায়  ফিরিয়ে পাব তবে।
সন্ধ্যাতারা যায় যে চলে  ভোরের তারায় জাগবে ব’লে—
বলে সে ‘যা ই, যা ই, যাই গো’।


৩৪৪

আমি  ফুল তুলিতে এলেম বনে—
জানি নে,  আমার  কী ছিল মনে।
এ তো ফুল তোলা নয়,  বুঝি নে কী মনে হয়,
জল ভরে যায় দু নয়নে।