পাতা:গীতবিতান.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৪০৯

৩৫০

আজি  আঁখি জুড়ালো হেরিয়ে
আহা  আঁখি জুড়ালো হেরিয়ে  মনোমোহন মিলনমাধুরী, যুগলমূরতি।
ফুলগন্ধে আকুল করে,  বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে—
তারি মাঝে  মনোমোহন মিলনমাধুরী, যুগলমূরতি।
আনো আনো ফুলমালা,  দাও দোঁহে বাঁধিয়ে।
হৃদয় পশিবে ফুলপাশ,  অক্ষয় হবে প্রেমবন্ধন,
চিরদিন হেরিব হে  মনোমোহন মিলনমাধুরী,  যুগলমূরতি।


৩৫১

সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে  সে কি  ফিরাতে পারে সখী!
সংসারবাহিরে থাকি,  জানি নে কী  ঘটে সংসারে।
কে জানে হেথায়  প্রাণপণে প্রাণ যারে চায়
তারে  পায় কি না পায়— জানি নে—
ভয়ে ভয়ে তাই এসেছি গো  অজানা হৃদয়দ্বারে।
তোমার সকলই ভালোবাসি— ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধু হাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই।
কোথায় তোমার সীমা ভুবনমাঝারে।


৩৫২

তারে  কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে।
তারে  কেমনে কাঁদাবে যদি আপনি কাঁদিলে।
যদি  মন পেতে চাও মন রাখো গোপনে।
কে তারে বাঁধিবে তুমি আপনায় বাঁধিলে।
কাছে  আসিলে তো কেহ কাছে রহে না।
কথা  কহিলে তো কেহ কথা কহে না।