পাতা:গীতবিতান.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১০
প্রেম

হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়।
হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়া সাধিলে।


৩৫৩

ওই মধুর মুখ জাগে মনে।
ভুলিব না এ জীবনে,  কী স্বপনে কী জাগরণে।
তুমি জান বা না জান
মনে সুদা যেন মধুর বাঁশরি বাজে—
হৃদয়ে সদা আছ ব’লে।
আমি  প্রকাশিতে পারি নে,  শুধু চাহি কাতরনয়নে।


৩৫৪

সুখে আছি, সুখে আছি সখা, আপনমনে।
কিছু  চেয়ো না, দূরে যেয়ো না,
শুধু  চেয়ে দেখো, শুধু  ঘিরে থাকো কাছাকাছি।
সখা, নয়নে শুধু জানাবে প্রেম,  নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিতমধুর বাণী  আড়ালে গাবে গান।
গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া  রেখে যাবে মালাগাছি।
মন  চেয়ো না, শুধু  চেয়ে থাকো, শুধু  ঘিরে থাকো কাছাকাছি।
মধুর জীবন, মধুর রজনী,  মধুর মলয়বায়।
এই  মাধুরীধারা বহিছে আপনি  কেহ কিছু নাহি চায়।
আমি  আপনার মাঝে আপনি হারা,  আপন সৌরভে সারা—
যেন  আপনার মন আপনার প্রাণ  আপনারে সঁপিয়াছি।


৩৫৫

ভালোবেসে যদি সুখ নাহি  তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।  ওগো, কেন
ওগো, কেন মিছে এ দুরাশা।