পাতা:গীতবিতান.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১২
প্রেম

৩৫৮

এসেছি গো এসেছি,  মন দিতে এসেছি  যারে ভালো বেসেছি।
ফুলদলে ঢাকি মন  যাব রাখি চরণে,
পাছে  কঠিন ধরণী পায়ে বাজে।
রেখো  রেখো চরণ হৃদি-মাঝে।
নাহয়  দ’লে যাবে, প্রাণ ব্যথা পাবে—
আমি তো  ভেসেছি, অকূলে ভেসেছি।


৩৫৯

যেয়ো না, যেয়ো না ফিরে।
দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে।
চঞ্চল সমীরসম ফিরিছ কেন  কুসুমে কুসুমে,  কাননে কাননে।
তোমায়  ধরিতে চাহি, ধরিতে পারি নে,  তুমি গঠিত যেন স্বপনে—
এসো হে, তোমারে বারেক দেখি  ভরিয়ে আঁখি,  ধরিয়ে রাখি যতনে।
প্রাণের মাঝে তোমারে ঢাকিব,  ফুলের পাশে বাঁধিয়ে রাখিব—
তুমি  দিবসনিশি রহিবে মিশি  কোমল প্রেমশয়নে।


৩৬০

কাছে আছে দেখিতে না পাও।
তুমি কাহার সন্ধানে দূরে যাও|
মনের মতো কারে খুঁজে মরো,
সেকি আছে ভুবনে—
সে যে রয়েছে মনে।
ওগো, মনের মতো সেই তো হবে
তুমি শুভক্ষণে যাহার পানে চাও।
তোমার আপনার যে জন দেখিলে না তারে
তুমি যাবে কার দ্বারে।
যারে চাবে তারে পাবে না,
যে মন তোমার আছে যাবে তাও।