পাতা:গীতবিতান.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১৬
প্রেম

এসো বঁধূ, তোমায় ডাকি—  দোঁহে হেথা বসে থাকি,
আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি,
আঁখি’পরে তারাগুলি একে একে উঠিৰে ফুটিয়া।


৩৭১

বুঝি  বেলা বহে যায়,
কাননে আয় তোরা আয়।
আলোতে ফুল উঠল ফুটে,  ছায়ায় ঝরে পড়ে যায়।
সাধ ছিল রে পরিয়ে দেব  মনের মতন মালা গেঁথে—
কই সে হল মালা গাঁথা,  কই সে এল হায়।
যমুনার ঢেউ যাচ্ছে বয়ে,  বেলা চলে যায়।


৩৭২

বনে এমন ফুল ফুটেছে,
মান ক’রে থাকা আজ কি সাজে।
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলল চলল কুঞ্জমাঝে।
আজ  কোকিলে গেয়েছে কুহু  মূহুর্‌মূহু,
কাননে ওই বাঁশি বাজে।
মান ক’রে থাকা আর কি সাজে।
আজ  মধুরে মিশাবি মধু,  পরানবঁধু
চাঁদের আলোয় ওই বিরাজে।
মান ক’রে থাকা য়াজ কি সাজে।


৩৭৩

আমি  কেবল তোমার দাসী
কেমন ক’রে আনব মূখে  ‘তোমায় ভালোবাসি’।
গুণ যদি মোর থাকত তবে  অনেক আদর মিলত ভবে,
বিনামূল্যের কেনা আমি শ্রীচরণপ্রয়াসী।