পাতা:গীতবিতান.djvu/৫৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রকৃতি
৪২৯

আজ  তালের বনের করতালি  কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে।
না-দেখা কোন্ বীণা বাজে  আকাশমাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিণী  শূন্যে ঢালে।
ওর  খুশির সাথে কোন্ খুশির আজ  মেলামেশা,
কোন্  বিশ্বমাতন গানের নেশায়  লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি  যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর  মুগ্ধ ভালে।

আঁধার কুঁড়ির বাঁধন টুটে  চাঁদের ফুল উঠেছে ফুটে।
তার  গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে।
গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে।
  কখন যাবে সরে,  আকাশ হতে পড়বে ঝরে।
ওরে  রাখব কোথায়, রাখব কোথায় রে।
রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে।

পূর্ণচাদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন  সিন্ধুপারের পাখি তারা,  যায়  যায়  যায় চলে।
আলোছায়ার সুরে  অনেক কালের সে কোন্ দূরে
ডাকে  আয়  আয়  আয় ব’লে।
যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি
সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা  অনেক দিনের সে কোন্ ব্যথা
কাঁদে  হায়  হায়  হায় ব’লে।