পাতা:গীতবিতান.djvu/৫৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গ্রীষ্ম
৪৩১

বেদনা মধুর হয়ে ভুবনে আজি গেল বয়ে।
বাঁশিতে মায়া-তান পূরি  কে আজি মন করে চুরি,
নিখিল তাই মরে ঘুরি  বিরহসাগরের কূলে।

১০

নাই রস নাই, দারুণ দাহনবেলা।  খেলো খেলো তব নীরব ভৈরব খেলা।
যদি  ঝ’রে পড়ে পড়ুক পাতা,  ম্লান হয়ে যাক মালা গাঁথা,
থাক্ জনহীন পথে পথে  মরীচিকাজাল ফেলা।
শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে  ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।
প্রাণ যদি কর মরুসম  তবে তাই হোক— হে নির্মম,
তুমি একা আর আমি একা,  কঠোর মিলনমেলা।

১১

দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে।
রজনী নিদ্রাহীন,  দীর্ঘ দগ্ধ দিন
আরাম নাহি যে জানে রে।
শুষ্ক কাননশাখে  ক্লান্ত কপোত ডাকে
করুণ কাতর গানে রে।
ভয় নাহি, ভয় নাহি।  গগনে রয়েছি চাহি।
জানি ঝঞ্ঝার বেশে  দিবে দেখা তুমি এসে
একদা তাপিত প্রাণে রে।

১২

এসো এসো হে তৃষ্ণার জল,  কলকল্ ছলছল্—
ভেদ করো কঠিনের ক্রুর বক্ষতল  কলকল্ ছলছল্।
এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
এসো হে নির্মল  কলকল্ ছলছল্।