পাতা:গীতবিতান.djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বর্ষা
৪৩৯

স্মিতবিকশিত বয়নে—
কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে।

এসেছে বরষা, এসেছে নবীন বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবনভরসা।
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতময় তরুলতিকা।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা।
শতশতগীতমুখরিত বনবীথিকা।

২৮

ঝরঝর বরিষে বারিধারা।
হায় পথবাসী, হায় গতিহীন,  হায় গৃহহারা।
ফিরে বায়ু হাহাস্বরে,  ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে—
রজনী আঁধার।
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে,  তিমিরদুকূলা রে।
নিবিড় নীরদ গগনে  গরগর গরজে সঘনে,
চঞ্চলচপলা চমকে—  নাহি শশীতারা।

২৯

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন,
সব চরাচর আকুল—কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা।
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি