পাতা:গীতবিতান.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বর্ষা
৪৬১

শরৎ বলে, ‘ভয় কী সময় গেল ব’লে,
বিনা কাজে আকাশ-মাঝে  কাটবে বেলা অসময়ের খেলা খেলে।’
কালো মেঘের আর কি আছে দিন।
ও যে  হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, ‘কালোর এবার যাওয়াই ভালো।’
শরৎ বলে, ‘মিলবে যুগল কালোয় আলো,
সাজবে বাদল সোনার সাজে  আকাশ-মাঝে  কালিমা ওর ঘুচিয়ে ফেলে।’

৮৮

নমো, নমো নমো করুণাঘন, নমো হে।
নয়ন স্নিন্ধ অমৃতাঞ্জনপরশে,
জীবন পূর্ণ সুধারসবরষে,
তব দর্শনধনসার্থক মন হে,  অকৃপণবর্ষণ করুণাঘন হে।

৮৯

তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে।
হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে।
অঝোর-ঝরন শ্রাবণজলে  তিমিরমেদুর বনাঞ্চলে
ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে।
ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা,
দেখুক ভুবন মিলনস্বপন মধুর-বেদনা-ভরা।
পরান-ভরানো ঘনছায়াজাল  বাহির-আকাশ করুক আড়াল—
নয়ন ভুলুক, বিজুলি ঝলুক, পরম দর্শনে।

৯০

ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়—
চিত্তে আমার লাগল তোমার ছায়ায় উত্তরীয়।
মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও,
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো দিয়ো