পাতা:গীতবিতান.djvu/৬০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শরৎ
৪৮৯

১৫৬

আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা।
প্রভাত তারে খুঁজতে যাবে—ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা।
দুখের পথে গেল চলে—নিবল আলো, মরল জ্বলে।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা।

১৫৭

হৃদয়ে ছিলে জেগে,
দেখি আজ শরতমেঘে
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁওয়া লেগে।
কী-যে গান গাহিতে চাই,
বাণী মোর খুঁজে না পাই।
সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে,
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে।

১৫৮

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভূঁয়ে
আমার মেঠো ফুলের পাশাপাশি,
তখন শুনেছিলেম তারার বাঁশি।
যখন সকালবেলা খুঁজে দেখি স্বপ্নে-শোনা সে সুর একি
আমার মেঠো ফুলের চোখের জলে সুর উঠে ভাসি।
এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,
শেষে ধরা দিল ধরার ধুলির ’পরে।
এ যে ঘাসের কোলে আলোর ভাষা আকাশ-হতে-ভেসে আসা—
এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি।