পাতা:গীতবিতান.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০০
প্রকৃতি

সাজাবে কি ডালা, গাঁখিবে কি মালা  মরণসত্রে!
তাই উত্তরী  নিলে ভরি ভরি  শুকানো পত্রে?
ধরণী যে তব তাণ্ডবে সাথি  প্রলয়বেদনা নিল বুকে পাতি।
রুদ্র, এবারে বরবেশে তারে  করো গো ধন্য— হও প্রসন্ন।

১৮৮

নব বসন্তের দানের ডালি
এনেছি তোদেরই দ্বারে,
আ য়  আ য়  আয়
পরিবি গলার হারে।
লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে,
বেণীর বাঁধনে রাখিবি, বেঁধে—
অলকদোলায় দোলাবি তারে
আ য়  আ য়  আয়।
বনমাধুরী করিবি চুরি  আপন নবীন মাধুরীতে—
সোহিণী রাগিণী  জাগাবে সে তোদের
দেহের বীণার তারে তারে,
আ য়  আ য়  আয়।

১৮৯

এস’  এস’ বসন্ত, ধরাতলে।
আন’  মুহু মুহু নব তান, আন’  নব প্রাণ  নব গান।
আন’  গন্ধমদভরে অলস সমীরণ।
আন’  বিশ্বের অন্তরে অন্তরে নিবিড় চেতনা।
আন’  নব উল্লাসহিল্লোল।
আন’ আন’  আনন্দছন্দের হিন্দোলা ধরাতলে।
ভাঙ’  ভাঙ’ বন্ধনশৃঙ্খল।
আন’ আন’  উদ্দীপ্ত প্রাণের বেদনা ধরাতলে।