পাতা:গীতবিতান.djvu/৬১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত
৫০১

এস’ থরথরকম্পিত  মর্মরমুখরিত  নবপল্লবপুলকিত
ফুল-  আকূল মালতীবল্লিবিতানে— সুখছায়ে, মধুবায়ে।
এস’ বিকশিত উন্মুখ,  এস’ চির-উৎসুক  নন্দনপথচিরযাত্রী।
এস’  স্পন্দিত নন্দিত চিত্তনিলয়ে  গানে গানে, প্রাণে প্রাণে।
এস’  অরুণচরণ কমলবরন তরুণ উষার কোলে।
এস’  জ্যোৎস্নাবিবশ নিশীথে,  কলকল্লোল তটিনী-তীরে,
সুখ-  সুপ্ত সরসী-নীরে।  এস’ এস’।
এস’ তড়িৎ-শিখা-সম ঝঞ্ঝাচরণে  সিন্ধুতরঙ্গদোলে।
এস’ জাগর মুখর প্রভাতে।
এস’  নগরে প্রান্তরে বনে।
এস’  কর্মে বচনে মনে।  এস’ এস’।
এস’ মঞ্জীরগুঞ্জর চরণে।
এস’  গীতমুখর কলকণ্ঠে।
এস’  মঞ্জুল মল্লিকামাল্যে।
এস’  কোমল কিশলয়বসনে।
এস’ সুন্দর, যৌবনবেগে।
এস’  দৃপ্ত বীর, নবতেজে।
ওহে দুর্মদ, কর জয়যাত্রা,
চল’  জরাপরাভব সমরে
পবনে কেশররেণু ছড়ায়ে,
চঞ্চল কুন্তল উড়ায়ে।

১৯০

আজি  বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি  খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি  ভুলিয়ো আপন পর ভুলিয়ো,