পাতা:গীতবিতান.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত
৫০৭

‘আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী,
আমি আমের মঞ্জরী।
তোমায় চোখে দেখার আগে  তোমার স্বপন চোখে লাগে,
বেদন জাগে গো—
না চিনিতেই ভালো বেসেছি।’
যখন  ফুরিয়ে বেলা  চুকিয়ে খেলা  তপ্ত ধুলার পথে
যাব  ঝরা ফুলের রথে—
তখন সঙ্গ কে লবি’
‘লব আমি মাধবী।’
‘যখন বিদায়-বাঁশির সুরে সুরে  শুকনো পাতা যাবে উড়ে
সঙ্গে কে র’বি।’
‘আমি রব, উদাস হব ওগো উদাসী,
আমি  তরুণ করবী।
‘বসন্তের এই ললিত রাগে  বিদায়-ব্যথা লুকিয়ে জাগে—
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি হেসেছি।’

২০২

আজি  দখিন-দুয়ার খোেলা—
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
দিব  হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
নব  শ্যামল শোভন রথে  এসো  বকুলবিছানো পথে,
এসো  বাজায়ে ব্যাকুল বেণু  মেখে  পিয়ালফুলের রেণু।
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
এসো  ঘনপল্লবপুঞ্জে  এসো হে, এসো হে, এসো হে।
এসো  বনমল্লিকাকুঞ্জে  এসো হে, এসো হে, এসো হে।