পাতা:গীতবিতান.djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫১০
প্রকৃতি

হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেপে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে,  ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে  কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে মনে মনে।

২০৮

এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়—
একি গো বিস্ময়।
অবাক আমি তরুণ গলার গান শুনে।
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী,
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন্ আগুন ঢাকা রয়—
একি গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখো কোন্ তুণে।

২০৯

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা।
পিছের বাঁশি কোণের ঘরে  মিছে রে ওই কেঁদে মরে—
মরণ এবার আনল আমার বরণডালা।
যৌবনেই ঝড় উঠেছে আকাশ-পাতালে।
নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে।
কুড়িয়ে নেবার ঘুচল পেশা,  উড়িয়ে দেবার লাগল নেশা—
আরাম বলে ‘এল আমার যাবার পালা’।