পাতা:গীতবিতান.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম ছত্রের সূচী
[৫৭
তবে আয় সবে আয়। বাল্মীকিপ্রতিভা ৬৩৭
তবে কি ফিরিব ম্লানমুখে সখা। স্বরবিতান ৮ ৮৩৬
তবে শেষ করে দাও শেষ গান। গীতিমালা। স্বরবিতান ৩২ ৩২৯
তবে সুখে থাকো, সুখে থাকো। মায়ার খেলা ৬৭২।৯২৭
তরী আমার হঠাৎ ডুবে যায়। স্বরবিতান ৫১ ৫৭২
তরীতে পা দিই নি আমি। গীতপঞ্চাশিকা ৫৫৭
তরুণ প্রাতের অরুণ আকাশ। গীতপঞ্চাশিকা ৮৯৭
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল। স্বরবিতান ২০ ৭৭৬
তাই আমি দিমু বর। চিত্রাঙ্গদা ৬৯২
তাই তোমার আনন্দ আমার পর। গীতলিপি ৪। গীতাঞ্জলি। স্বল্প ৩৭ ১২৩ ১২৩
তাই হোক তবে তাই হোক। চিত্রাঙ্গদা ৭০৩
তার অন্ত নাই গো যে আনন্দে। গীতলেখা ৩। স্বরবিতান ৪১ ১৩১
তার বিদায়বেলার মালাখানি। নবগীতিকা ২ ৩৮৪
তার হাতে ছিল হাসির ফুলের হার। গীতমালিকা ২ ৩৬৯
তারে কেমনে ধরিবে সখী। মায়ার খেলা ৪০৯।৬৭১।৯২৬
তারে দেখাতে পারি নে। গীতিমালা। শতগান। মায়ার খেলা ৩৯৬৬৬২৯২১ ৩৯৬।৬৬২।৯২১
তারে দেহে গো আনি। স্বরবিতান ৩৫ ৮৮৩
তারে তারো, হরি, দীনজনে। ব্রহ্মসঙ্গীত ৫। স্বরবিতান ২৫ ৮৪২
তাঁহার অসীম মঙ্গললোক হতে। সাহানা ৮৬৪
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে। স্বরবিতান ৪৫ ৮৩৯
তাহার প্রেমে কে ডুবে আছে। ভৈঁরো-একতালা ৮৩৬
*তাহারে আরতি করে। ব্রহ্মসঙ্গীত ২। বৈতালিক। স্বরবিতান ২২ ১৮৭ ১৮৭
তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি। নবগীতিকা ১ ৪৪৩
তিমিরদুয়ার খোলল। গীতলিপি ২। বৈতালিক। স্বরবিতান ৩৬ ১৮৪
*তিমিরবিভাবরী কাটে কেমনে। গীতলিপি ৫। স্বরবিতান ৩৬ ১৭২
*তিমিরময় নিবিড় নিশা। গীতলিপি ১। স্বরবিতান ৩৬ ৫৮৮
তুই অবাক করে দিলি। চণ্ডালিকা ৭১৬
তুই কেবল থাকিস সরে সরে। স্বরবিতান ৪০ ১১৩