পাতা:গীতবিতান.djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫১৬
প্রকৃতি

আজ মানসের সরোবরে
কোন্ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের ’পরে।
তোমার হাসির আভাস লেগে  বিশ্ব-দোলন দোলার বেগে
উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা।

২২৪

শুক নো পাতা কে যে ছড়ায় ওই দূরে  উদাস-করা কোন্ সুরে।
ঘর-ছাড়া ওই কে বৈরাগী  জানি না যে কাহার লাগি
ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে।
চিনি চিনি যেন ওরে হয় মনে,
ফিরে ফিরে যেন দেখা ওর সনে।
ছদ্মবেশে কেন খেলো,  জীর্ন এ বাস ফেলো ফেলো—
প্রকাশ করো চিরনূতন বন্ধুরে।

২২৫

তোমার  বাস কোথা যে পথিক ওগো, দেশে কি বিদেশে।
তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে।
‘আমার  বাস কোথা যে জান না কি,
শুধাতে হয় সে কথা কি
ও মাধবী, ও মালতী’!
হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,
মোদের  ব’লে দেবে কে সে।
মনে করি, আমার তুমি, বুঝি নও আমার।
বলো বলো, বলো পথিক, বলো তুমি কার।
‘আমি তারি যে আমারে  যেমনি দেখে চিনতে পারে,
ও মাধবী, ও মালতী!’
হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,
মোদের  ব’লে দেবে কে সে।