পাতা:গীতবিতান.djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২৬
প্রকৃতি

তারে তোমার বীণা যায় না যেন ভুলে,
তোমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্।

২৪৯

আমার  মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।
তখনো কুহেলীজালে,
সখা,  তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।
এখনো বনের গান,  বন্ধু, হয় নি তো অবসান—
তবু  এখনি যাবে কি চলি।
ও মোর  করুণ বল্লিকা,
ও তোর  শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি।

২৫০

ক্লান্ত যখন আম্রকলির কাল,  মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন,
সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য।
সান্ত্বনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি  রিক্ত বেলায় অঞ্চল যবে শুন্য—
বনসভাতলে সবার উর্ধ্বে তুমি,  সব-অবসানে তোমার দানের পুণ্য।

২৫১

তুমি কিছু দিয়ে যাও  মোর প্রাণে গোপনে গো—
ফুলের গন্ধে বাঁশির গানে,  মর্মরমুখরিত পবনে।
তুমি কিছু নিয়ে যাও  বেদনা হতে বেদনে—
যে মোর অশ্রু হাসিতে লীন,  যে বাণী নীরব নয়নে।