পাতা:গীতবিতান.djvu/৬৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৩০
প্রকৃতি

সুদূরে কার পায়ের ধ্বনি  গণি গণি দিন-রজনী
ধরণী তার চরণ মাগে  আহা।
দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস ‘জাগো জাগো’।
ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্ কথা গো।
শূন্যে তোমার ওগো প্রিয়  উত্তরীয় উড়ল কি ও
রবির আলো রঙিন রাগে  আহা।

২৬১

মাধবী  হঠাৎ কোথা হতে  এল  ফাগুন-দিনের স্রোতে।
এসে  হেসেই বলে, ‘যা ই  যা ই  যাই।’
পাতার  ঘিরে দলে দলে  তারে  কানে কানে বলে,
‘না  না  না।’
নাচে  তা ই  তা ই  তাই।
আকাশের  তারা বলে তারে,  ‘তুমি  এসো গগন-পারে,
তোমায়  চা ই  চা ই  চাই।’
পাতারা  ঘিরে দলে দলে  তারে  কানে কানে বলে,
‘না  না  না।’
নাচে  তা ই  তা ই  তাই।
বাতাস  দখিন হতে আসে,  ফেরে  তার পাশে পাশে,
বলে,  ‘আ য়  আ য়  আয়।’
বলে,  ‘নীল অতলের কূলে  সুদূর  অস্তাচলের মূলে
বেলা  যা য়  যা য়  যায়।
বলে, ‘পূর্ণশশীর রাতি  ক্রমে  হবে মলিন-ভাতি,
সময়  না ই  না ই  নাই।’
পাতারা  ফিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না  না  না।’
নাচে  তা ই  তা ই  তাই।