পাতা:গীতবিতান.djvu/৬৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৩২
প্রকৃতি

তারা কয়,  ‘আজ কি তবে এসেছে সে  নবীন বেশে।
আজ কি তবে এত ক্ষণে  জাগল বনে  যে গান ছিল মনে মনে
সেই বারতা কানে নিয়ে
যা ই  যাই চলে এই বারের মতো।’

২৬৫

ফাগুনের পূর্ণিমা  এল কার লিপি হাতে।
বাণী তার বুঝি না রে,  ভরে মন বেদনাতে।
উদয়শৈলমূলে  জীবনের কোন্ কূলে
এই বাণী জেগেছিল  কবে কোন্ মধুরাতে।
মাধবীর মঞ্জরী  মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা  স্মরণের পরপারে।
সমীরণে কোন্ মায়া  ফিরিছে স্বপনকায়া,
বেণুবনে কাঁপে ছায়া  অলখ-চরণ-পাতে।

২৬৬

এক ফাগুনের গান সে আমার  আর ফাগুনের কূলে কূলে
কার খোঁজে আজ পথ হারালো  নতুন কালের ফুলে ফুলে।
শুধায় তারে বকুল-হেনা,  ‘কেউ আছে কি তোমার চেনা।’
সে বলে, ‘হায় আছে কি নাই
না বুঝে তাই বেড়াই ভুলে
নতুন কালের ফুলে ফুলে।’
এক ফাগুনের মনের কথা  আর ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায়,  ‘মোর ভাষা আর কেই বা জানে।’
আকাশ বলে, ‘কে জানে সে  কোন্ ভাষা যে বেড়ায় ভেসে।’
‘হয়তো জানি’ ‘হয়তো জানি’
বাতাস বলে দুলে দুলে
নতুন কালের ফুলে ফুলে।