পাতা:গীতবিতান.djvu/৬৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৩৬
প্রকৃতি

বন্ধুহারা মম অন্ধ ঘরে  আছি বসে অবসন্নমনে,
উৎসবরাজ কোথায় বিরাজে  কে লয়ে যাবে সে ভবনে।

২৭৪

এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
তোর আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে।
ফুলের গোপন পরান-মাঝে  নীরব সুরে বাঁশি বাজে—
ওদের  সেই সুরেতে কেমনে মন হয়েছে রে।
যে মধুটি লুকিয়ে আছে,  দেয় না ধরা কারো কাছে,
সেই মধুতে কেমনে মন ভরেছে রে।

২৭৫

বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে।
এই তো আবার নবীন বেশে
এলেম তোমার হৃদয়দ্বারে।
কে গো তুমি।—  ‘আমি বকুল।’
কে গো তুমি।— ‘আমি পারুল।’
তোমরা কে বা।— ‘আমরা আমের মুকুল গো
এলেম আবার আলোর পারে।’
‘এবার যখন ঝরব মোরা ধরার বুকে
ঝরব তখন হাসিমুখে—
অফুরানের আঁচল ভরে
মরব মোরা প্রাণের সুখে।’
তুমি কে গো।— ‘আমি শিমুল।’
তুমি কে গো।— ‘কামিনী ফুল।’
তোমরা কে বা।—  ‘আমরা নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে।’