পাতা:গীতবিতান.djvu/৬৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত
৫৩১

২৮১

মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন্  চঞ্চল বাতাসে।
জ্যোৎস্নাজড়িত নিশা  ঘুমে-জাগরণে-মিশা
বিহ্বল আকুল কার  অঞ্চলসুবাসে।
থাকিতে না দেয় ঘরে,  কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন্ নন্দন-আকাশে।
অতীত দিনের পারে  স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন্  ক্রন্দন-আভাসে।

২৮২

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ’পরে।
সেইখানে মোর পরানখানি  যখন পারি বহে আনি,
নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে।
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে—
ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে।
কোন্ আড়ালে লুকিয়ে রবে,  তোমায় যদি না পাই তবে
রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে।

২৮৩

ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র  আমার হিয়াতলে।
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।