পাতা:গীতবিতান.djvu/৬৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪৬
বিচিত্র

তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
হাসি কান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে।
নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ—
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে।
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।

আমার  ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্।
তোমার  পিছন পিছন নেচে নেচে  ঘুর লেগেছে তাধিন্ তাধিন্।
তোমার  তালে আমার চরণ চলে,  শুনতে না পাই কে কী বলে—
তাধিন্ তাধিন্।
তোমার  গানে আমার প্রাণে যে কোন্  পাগল ছিল সেই জেগেছে—
তাধিন্ তাধিন্।
আমার  লাজের বাঁধন সাজের বাঁধন  খ’সে গেল ভজন সাধন—
তাধিন্ তাধিন্।
বিষম  নাচের বেগে দোলা লেগে  ভাবনা যত সব ভেগেছে—
তাধিন্ তাধিন্।

কমলবনের মধুপরাজি,  এসো হে কমলভবনে।
কী সুধাগন্ধ এসেছে আজি  নববসন্তপবনে।
অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে।