পাতা:গীতবিতান.djvu/৬৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৪৭

গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে।
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ—
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে।

এসো গো নূতন জীবন।
এসো গো কঠোর নিঠুর নীরব,  এসো গো ভীষণ শোভন।
এসো অপ্রিয় বিরস তিক্ত,  এসো গো অশ্রুসলিলসিক্ত,
এসো গো ভূষণবিহীন রিক্ত,  এসো গো চিত্তপাবন।
থাক্ বীণাবেণু, মালতীমালিকা  পূর্ণিমানিশি, মায়াকুহেলিকা—
এসো গো প্রখর, হোমানলশিখা  হৃদয়শোণিতপ্রাশন।
এসো গো পরমদুঃখনিলয়,  আশা-অঙ্কুর করহ বিলয়—
এসো সংগ্রাম, এসো মহাজয়,  এসো গো মরণসাধন।

১০

মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে।
নিভৃতবাসিনী বীণাপাণি  অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি— পরানের কোথা সে বিরাজে।
মধুঋতু জাগে দিবানিশি  পিককুহরিত দিশি দিশি।
মানসমধুপ পদতলে  মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে  একবার তোরে হেরি চোখে—
গোপনে থেকো না মনোলোকে  ছায়াময় মায়াময় সাজে।

১১

ওঠো রে মলিনমুখ, চলো এইবার।
এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার।