পাতা:গীতবিতান.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৫২
বিচিত্র

১৯

আমারে ডাক দিল কে ভিতর পানে—
ওরা যে  ডাকতে জানে।
আশ্বিনে ওই শিউলিশাখে
মৌমাছিরে যেমন ডাকে
প্রভাতে সৌরভের গানে।
ঘরছাড়া আজ ঘর পেল যে,  আপন মনে রইল ম’জে।
হাওয়ায় হাওয়ায় কেমন ক’রে  খবর যে তার পৌঁছল রে
ঘর-ছাড়া এই মেঘের কানে।

২০

হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ।
তোমার  সুরসুরধুনীর ধারায় করাও আমায় স্নান।
জাগাক তারি মৃদঙ্গরোল,  রক্তে তুলুক তরঙ্গদোল,
অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান—
সব কোলাহল দিক্ ডুবায়ে তাহার কলতান।
সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা—
সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা।
তোমার গানের পদ্মবনে  আবার ডাকো নিমন্ত্রণে—
তারি গোপন সুধাকণা আবার করাও পান,
তারি রেণুর তিলকলেখা আমায় করো দান।

২১

আমি  একলা চলেছি এ ভবে,
আমায় পথের সন্ধান কে কবে।
ভয় নেই, ভয় নেই—
যাও আপন মনেই