পাতা:গীতবিতান.djvu/৬৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৭৮
বিচিত্র

হেথা  মন্দমধুর কানাকানি জলে স্থলে
শ্যামল মাটির ধরাতলে।
হেথা  ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন,
বনের পথে আঁধার-আলোয় আলিঙ্গন—
আমার লাগল রে মন লাগল রে,
তাই  এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে
শ্যামল মাটির ধরাতলে।

৭৮

ওরে  প্রজাপতি, মায়া দিয়ে  কে যে পরশ করল তোরে
অস্তরবির তুলিখানি  চুরি ক’রে।
হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তোর পাখায় ভ’রে।
যে গুণী তার কীর্তিনাশার বিপুল নেশায়
চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়,
সুর বাধে আর সুর যে হারায় পলে পলে—
গান গেয়ে যে চলে তারা দলে দলে—
তার হারা সুর নাচের নেশায়
ডানাতে তোর পড়ল ঝরে।

৭৯

নমো  যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র!
তুমি  চক্রমুখরমন্দ্রিত, তুমি বজ্রবহ্নিবন্দিত,
তব  বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত।
তব  দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ।
তব  লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র।