পাতা:গীতবিতান.djvu/৭০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৮৫

বনের ছায়া মনের সাথি,  বাসনা নাহি কিছু—
পথের ধারে আসন পাতি,  না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা  মিশায় গাথা  নীরব ভাবনায়।
মেঘের খেলা গগনতটে  অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা  তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা  ভাসায় বাতাসেতে—
কপোত তাকে  মধুকশাখে  বিজন বেদনায়।

৯৪

পাখি বলে, ‘চাঁপা, আমারে কও,
কেন তুমি হেন নীরবে রও।
প্রাণ ভরে আমি গাহি যে গান
সারা প্রভাতেরই সুরের দান,
সে কি তুমি তব হৃদয়ে লও।
কেন তুমি তবে নীরবে রও।’
চাঁপা শুনে বলে, ‘হায় গো হায়,
যে আমারই পাওয়া শুনিতে পায়
নহ নহ পাখি, সে তুমি নও।’

পাখি বলে, ‘চাঁপা আমারে কও,
কেন তুমি হেন গোপনে রও।
ফাগুনের প্রাতে উতলা বায়
উড়ে যেতে সে যে ডাকিয়া যায়,
সে কি তুমি তব হৃদয়ে লও।
কেন তুমি তবে গোপনে রও।’
চাঁপা শুনে বলে, ‘হায় গো হায়,
যে আমারই ওড়া দেখিতে পায়
নহ নহ পাখি, সে তুমি নও।’