পাতা:গীতবিতান.djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৮৭

সেই আলোটি নিমেষহত  প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো,
সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে।
সেই আলোটি নেবে জ্বলে শ্যামল ধরার হৃদয়তলে,
সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে।
নামল সন্ধ্যাতারার বাণী  আকাশ হতে আশিস আনি,
অমরশিখা আকুল হল মর্তশিখায় উঠতে জ্ব’লে।

৯৮

আমি তোমারি মাটির কন্যা,  জননী বসুন্ধরা—
তবে আমার মানবজন্ম  কেন বঞ্চিত করা।
পবিত্র জানি যে তুমি  পবিত্র জন্মভূমি,
মানবকন্যা আমি যে ধন্যা  প্রাণের পুণ্যে ভরা।
কোন স্বর্গের তরে  ওরা তোমায় তুচ্ছ করে
রহি  তোমার বক্ষোপরে।
আমি যে তোমারি আছি  নিতান্ত কাছাকাছি,
তোমার  মোহিনীশক্তি দাও আমারে হৃদয়প্রাণহরা।

৯৯

যাবই আমি যাবই ওগো,  বাণিজ্যেতে যাবই।
লক্ষ্মীরে হারারই যদি, অলক্ষ্মীরে পাবই।
সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি
কোন্ পুরীতে যাব দিয়ে কোন্ সাগরে পাড়ি।
কোন্ তারকা লক্ষ্য করি  কূলকিনারা পরিহরি
কোন্ দিকে যে বাইব তরী  বিরাট কালো নীরে—
মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে।

নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা।
শৈলচুড়ায় নীড় বেঁধেছে সাগর-বিহঙ্গেরা।