পাতা:গীতবিতান.djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮৮
বিচিত্র

নারিকেলের শাখে শাখে  ঝোড়ো বাতাস কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে  বইছে নগনদী।
সাত-রাজার ধন মানিক পাব সেথায় নামি যদি।

হেরো  সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে।
সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে।
দক্ষিণে চাই, উত্তরে চাই—ফেনায় ফেনা, আর কিছু নাই-
যদি কোথাও কূল নাহি পাই  তল পাব তো তবু—
ভিটার কোণে হতাশমনে রইব না আর কভু।

অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায়।
নব নব পবন-ভরে  যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ করে  অপূর্ব ধন যত।
ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো।

১০০

আমরা নূতন যৌবনেরই দূত।
আম চঞ্চল, আমরা অদ্ভুত।
আমরা বেড়া ভাঙি,
আমরা  অশোকবনের রাঙা নেশায় রাঙি।
ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই— আমরা বিদ্যুৎ।
আমরা করি ভুল—
অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।
যেখানে ডাক পড়ে  জীবন-মরণ-ঝড়ে  আমরা প্রস্তুত।

১০১

তিমিরময় নিবিড় নিশা  নাহি রে নাহি দিশা—
একেলা ঘনঘোর পথে,  পান্থ, কোথা যাও।