পাতা:গীতবিতান.djvu/৭১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৯৫

১১৫

আমাদের  ভয় কাহারে।
বুড়ো বুড়ো চোর ডাকাতে  কী আমাদের করতে পারে।
আমাদের  রাস্তা সোজা, নাইকো গলি— নাইকো ঝুলি, নাইকো থলি—
ওরা আর যা কাড়ে কাড়ুক, মোদের  পাগলামি কেউ কাড়বে না রে।
আমরা  চাই নে আরাম, চাই নে বিরাম,
চাই নে যে ফল, চাই নে রে নাম—
মোরা  ওঠায় পড়ায় সমান নাচি,
সমান খেলি জিতে হারে।

১১৬

আমাদের  পাকবে না চুল গো— মোদের পাকবে না চুল।
আমাদের  ঝরবে না ফুল গো—  মোদের  ঝরবে না ফুল।
আমরা  ঠেকব না তো কোনো শেষে,  ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের  ঘুচবে না ভুল গো— মোদের  ঘুচবে না ভুল।
আমরা  নয়ন মূদে করব না ধ্যান  করব না ধ্যান।
নিজের  মনের কোণে খুঁজব না জ্ঞান  খুঁজব না জ্ঞান।
আমরা  ভেসে চলি স্রোতে স্রোতে  সাগর-পানে শিখর হতে রে,
আমাদের  মিলবে না কূল গো—  মোদের  মিলবে না কূল।

১১৭

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে,
মোদের  পাড়ার থোড়া  দূর দিয়ে যাইয়ে।
হেথা সা রে গা মা -গুলি সদাই  করে চুলোচুলি,
কড়ি কোমল কোথা গেছে তলাইয়ে।
হেথা আছে তাল-কাটা বাজিয়ে—
বাধাবে সে কাজিয়ে।