পাতা:গীতবিতান.djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র

সবে চায়, কেবা পায়  সংসার চ’লে যায়—
যে বা হাসে, যে বা কাঁদে, যে বা প’ড়ে থাকে দ্বারে।

১৩৮

মেঘেরা চলে চলে যায়,  চাঁদেরে ডাকে ‘আয়, আয়’।
ঘুমধোরে বলে চাঁদ ‘কোথায় কোথায়’।
না জানি কোথা চলিয়াছে,  কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়।
সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে
তারাগুলি ঘিরে ব’সে বাঁশরি বাজায়।
মেঘেরা তাই হেসে হেসে  আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়।